প্রচ্ছদ > বিনোদন >

ইউরোপ ঘুরছেন সাদিয়া আয়মান

article-img

সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ছবিগুলোতে দাবি করা হচ্ছে, সেখানে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। তবে ছবিগুলোর সত্যতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, এক নারী পুলে ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছেন।

একটি ফেসবুক পেজ থেকে এই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘জাতির ক্রাশ ভাইরাল প্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান’। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

 

তবে এসব নিয়ে অভিনেত্রীকে মোটেও মাথা ঘামাতে দেখা যাচ্ছে না। বরং তিনি ইউরোপ ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে।

কদিন আগেই দেখা গেল বেলজিয়ামের ব্রাসেলসে। আবার গতকাল তিনি ফেসবুকে হালনাগাদ করে জানালেন তিনি এখন নেদারল্যান্ডসে। বইজম্যানস ভ্যান বেউনিনগেন মিউজিয়ামের সামনে বেশ কয়েকটি ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। জানালেন, এসব ছবি তুলেছেন অজ্ঞাত ব্যক্তি।

 

 

ছবিগুলো নিয়ে প্রশ্ন তোলেননি নেটিজেনরা। বরং তার এই ঘুরে বেড়ানোটা উপভোগই করছেন ভক্তরা। অভিনেত্রীকে যে সুন্দর লাগছে সে কথাও মন্তব্যে বাক্সে লিখেছেন। 

এদিকে অভিনেত্রীর মুক্তি পাওয়া ‘লাইজু’ নাটক নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। তার অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে।

এক ভক্ত প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিখেছেন, ‘লাইজু’ নাটকে সাদিয়া আইমান অনবদ্য অভিনয় করেছেন, তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছি, এই নাটকে সাদিয়া আইমানের লুক, এক্সপ্রেশন ছিল দুর্দান্ত । এ ছাড়া তার হৃদয়ছোঁয়া অভিনয়ের কারণে এই নাটকের সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ অভিনয় করেছেন, তার অভিনয় মনে গেঁথে থাকবে বহুদিন।  আমি এককথায় বলতে পারি, সাদিয়া আইমান চরিত্র খোঁজে না, চরিত্র তাকে খোঁজে! 

 

 নাটকের গল্পে দেখা যায়,  লাইজু নামের একটা মেয়ে হারানো গেছে, মেয়েটি ঠিকমতো কথা বলতে পারে না। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পায়, তাহলে কাবিলপুর বাজারে চিশতী ফকিরের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। মাইকে এমন ঘোষণার মধ্য দিয়ে গল্পের শুরু। এরপর এই ‘লাইজু’-কে ঘিরে কাবিলপুর গ্রামে গড়ায় অনেক জল।

কে পরাগের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মুশফিক আর ফারহান ও শরাফ আহমেদ জীবন।